রাজ্য – রাজ্যের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে আরও উজ্জ্বল করার উদ্দেশ্যে নিতাইনগরের লোকগ্রামে শুরু হয়েছে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। সংস্কৃতিপ্রেমী মানুষের ভিড়ে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবের বিভিন্ন বিশিষ্টজন। উৎসব ৬ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ও লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সভানেত্রী বীরবাহা হাঁসদা।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের সদস্য-সচিব কৌস্তভ তরফদার এবং শুভেন্দু চৌধুরী। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চে মনোজ্ঞ লোকনৃত্য ও লোকবাদ্যের পরিবেশনা ছিল চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকশিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী সংস্কৃতি উপস্থাপন করেন।
বর্ণাঢ্য এই উৎসব লোকগ্রামের সংস্কৃতি-আঙিনাকে এক নতুন মাত্রা দিয়েছে। বাংলার ঐতিহ্যবাহী শিল্পধারাকে ধরে রাখার এই উদ্যোগকে রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন উৎসবে অংশগ্রহণকারীরা।




















