‘বিগ বস ১৯’-এর বিজয় নিয়ে জল্পনা—সমালোচনার জবাব দিলেন গৌরব খান্না

‘বিগ বস ১৯’-এর বিজয় নিয়ে জল্পনা—সমালোচনার জবাব দিলেন গৌরব খান্না

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – হিন্দি টেলিভিশনের বহুল জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এ বিজয়ী হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না। জিতেছেন ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কার। এর আগে আরও একটি রিয়ালিটি শোতে নিজের ক্যারিশ্মা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন গৌরব। তবে এবারের জয়কে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অনেকেই দাবি করছেন, এ নাকি কোনও খেলা নয়—গৌরবের জয় নাকি আগে থেকেই ঠিক করা ছিল। সমালোচনার ঝড়ের মধ্যেই এবার মুখ খুললেন স্বয়ং গৌরব খান্না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গৌরব বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, অভিযোগগুলিকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। এই সব মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজনও তিনি মনে করেন না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পৃথিবীর সকলকে খুশি করা তাঁর কাজ নয়। তবুও যাঁরা তাঁকে পছন্দ করেন, ভালোবাসেন—সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় পুরস্কার।

‘বিগ বস’-এর ঘরে নিজের জয়ের ব্যাখ্যা দিতে গিয়ে গৌরব বলেন, তিনি সঠিক পথেই এই খেতাব অর্জন করেছেন। কোনও ছলচাতুরি বা বিতর্ক তৈরি করার চেষ্টা করেননি। প্রতিদিনের সাধারণ জীবনযাপন বজায় রেখে তিনি শোয়ের দিনগুলি কাটিয়েছেন। ডিজাইনার পোশাক বা ভারী মেকআপে দিন শুরু করেননি। কাউকে নিয়ে অকারণ ঝামেলায়ও জড়াননি। চপ্পল পায়ে জিম করা থেকে আটার মাখামাখি—সবটাই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই করেছেন। তাঁর কথায়, এত টাকা তাঁর কাছে নেই যে টাকার জোরে শো জিতবেন। তাই কে কী বলছে—তা নিয়ে তিনি বিচলিত নন। সমালোচকদের নিজেদের মতো করে কথা বলতেই দিলেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top