অফবিট – জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI) মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে দুই নতুন প্রজাতির লাফানো মাকড়সা (Salticidae) পরিবারের সন্ধান দিয়েছে। এই প্রজাতিগুলোর মধ্যে একটির নামকরণ করা হয়েছে ‘আসেমোনিয়া ডেনটিস’, যার পুরুষের দেহে রয়েছে দাঁতের মতো আকৃতি। অপরটি ‘কোলিটাস নংওয়ার’, যার নামকরণ করা হয়েছে স্থানীয় নংওয়ার গ্রামের নামে।
এই আবিষ্কার ইন্দো-মায়ানমার জীববৈচিত্র্য অঞ্চলের গুরুত্বকে আরও বাড়িয়েছে। উত্তর-পূর্ব ভারতের অরণ্যে আরও নতুন প্রজাতির সন্ধানের সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীরা আশাবাদী। এই ধরনের গবেষণা অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।




















