দার্জিলিংয়ে বড় ধাক্কা! তিন মাসের জন্য বন্ধ গ্লেনারিসের বার ও লাইভ মিউজিক

দার্জিলিংয়ে বড় ধাক্কা! তিন মাসের জন্য বন্ধ গ্লেনারিসের বার ও লাইভ মিউজিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দার্জিলিং – দার্জিলিংয়ের পর্যটন মরশুমের ঠিক শুরুতেই বড় দুঃসংবাদ। শহরের অন্যতম আকর্ষণ গ্লেনারিস—যেখানে পর্যটকরা ম্যালে ঘুরে এসে খান, গল্প করেন, আর লাইভ মিউজিক উপভোগ করেন—তার বার ও মিউজিক সেকশন তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হল। বেঙ্গল এক্সাইজ রুল ভঙ্গের অভিযোগে মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে গ্লেনারিসের বার। ফলে এই শীতকাল—বড়দিন থেকে নববর্ষ—কোনো সময়েই বার বা লাইভ মিউজিকের পরিবেশ উপভোগ করতে পারবেন না ভ্রমণকারীরা।

১৮৮৮ সালে প্রতিষ্ঠিত গ্লেনারিসের তিনটি অংশ—বার, বেকারি এবং রেস্তরাঁ। এত দীর্ঘ সময়ে এই প্রথমবার এর বারে তালা পড়ল। ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর সরণ্য বারিক জানান, নিয়ম লঙ্ঘনের জন্য ৯০ দিনের জন্য বারটি বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। অন্যদিকে, গ্লেনারিসের কর্ণধার অজয় এডওয়ার্ড দাবি করেছেন, তাঁদের সমস্ত নথিপত্র ঠিকঠাক রয়েছে, কিন্তু গত এক বছর ধরে লাইভ মিউজিকের পারমিট আটকে আছে। তাঁর কথায়, এই সিদ্ধান্তে গ্লেনারিসকে প্রায় দেড় কোটি টাকার লোকসান গুনতে হবে।

এই খবর সামনে আসতেই ক্রিসমাস ও নিউ ইয়ার ইভ-এর প্রচুর বুকিং বাতিল হতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে কর্মচারীদের ওপরেও। দার্জিলিংয়ের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই বলছেন, শীতের মরশুমে এই সিদ্ধান্ত শহরের অর্থনীতিতেও প্রভাব ফেলবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top