বারুইপুর পূর্বে বিএলও-কে ঘিরে নয়া বিতর্ক, দু’জনকে শোকজ—রাজনৈতিক অঙ্গনে তীব্র চাপানউতোর

বারুইপুর পূর্বে বিএলও-কে ঘিরে নয়া বিতর্ক, দু’জনকে শোকজ—রাজনৈতিক অঙ্গনে তীব্র চাপানউতোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দক্ষিন 24 পরগণা – বারুইপুর পূর্ব বিধানসভার হাড়দহ গ্রাম পঞ্চায়েতের ৯৪ নম্বর বুথে ফের শোকজের ঘটনা ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। অভিযোগ উঠতেই দুই বিএলও—সোমা সেন ও দেবী হালদারকে শোকজ করেছে প্রশাসন। এলাকাজুড়ে শুরু হয়েছে চাপানউতোর।

সূত্রের খবর, প্রথমে ৯৪ নম্বর বুথে বিএলও-র দায়িত্ব পান অঙ্গনওয়াড়ি কর্মী সোমা সেন। অভিযোগ, তিনি শুধু অঙ্গনওয়াড়ি কর্মী নন, তৃণমূলের সক্রিয় কর্মী এবং রামনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যও। রাজনৈতিক যোগ থাকা সত্ত্বেও কীভাবে তাঁর হাতে বিএলও-র দায়িত্ব এল, তা নিয়েই শুরু হয় বিতর্ক। অভিযোগ জমা পড়তেই দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন।

সোমা সেনকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় দেবী হালদার নামে আরও এক অঙ্গনওয়াড়ি কর্মীকে। কিন্তু তাঁকে শারীরিকভাবে অসুস্থ পাওয়ায় দায়িত্ব পেলেও কাজ করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। অভিযোগ, তাঁর পরিবর্তে তাঁর পরিবারের এক সদস্য কাজ করতে শুরু করেন। ওই ব্যক্তি আবার ৯৬ নম্বর বুথের বিএলও-ও—ফলে উত্তেজনা আরও বাড়ে।

অভিযোগ আরও গুরুতর—এই এলাকায় শুধুমাত্র তৃণমূলের বিএলএ–২-ই কাজ করেছেন, বিরোধী পক্ষের কেউ কাজ করতে পারেননি। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসতেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দু’জন বিএলও-র বিরুদ্ধে জারি হয়েছে শোকজ নোটিস।

স্থানীয় মহলে তুমুল প্রতিক্রিয়া। বিরোধীরা প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে, এলাকাবাসীর মধ্যেও তৈরি হয়েছে বিস্ময় ও ক্ষোভ। এখন দেখার বিষয়, শোকজের জবাবে সোমা সেন এবং দেবী হালদার কী ব্যাখ্যা দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top