রাজ্য – আগামী শিক্ষাবর্ষে স্কুলের গরমের ছুটি বড়সড়ভাবে কমানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার প্রকাশিত নতুন ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে গরমের ছুটি থাকবে মাত্র ছয় দিন—১১ মে থেকে ১৬ মে পর্যন্ত। পর্ষদের দাবি, নিয়ম অনুযায়ী স্কুলগুলোকে বছরে ৬৫ দিনের ছুটির সীমা মানতে হয়। এ ছুটির মধ্যে বিভিন্ন নতুন ছুটিও যোগ হয়েছে, যার ফলে গরমের ছুটি কমাতে বাধ্য হয়েছে পর্ষদ।
পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকার সম্প্রতি বেশ কয়েকটি নতুন ছুটি ঘোষণা করেছে—গুরু রবিদাসের জন্মদিন, বীর চিলাবাইয়ের জন্মদিবস, ইস্টার স্যাটারডে, হুল দিবস, করম পুজো ইত্যাদি। এছাড়া অতিরিক্ত গরমে রাজ্য সরকার প্রায় প্রতিবছরই বাড়তি ছুটি ঘোষণা করে, যা স্কুলগুলিকে মানতে হয়। এসব কারণেই গরমের ছুটিতে কাটছাঁট করতে হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র গরম ও লু পরিস্থিতির কারণে পড়ুয়াদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। তাই অতিরিক্ত তাপমাত্রার সময় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পূর্বে। তবে এবার ছুটির সামগ্রিক সংখ্যার ভারসাম্য রাখতে গরমের ছুটি কমানো হলেও, দুর্গাপুজো ও শারদোৎসব উপলক্ষে মোট ২৮ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে। বর্তমান সময়ে মাধ্যমিক পরীক্ষার তদারকিতে ব্যস্ত থাকার কারণে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




















