নতুন বছরে কার্যকর নয় অষ্টম বেতন কমিশন, জানাল কেন্দ্র

নতুন বছরে কার্যকর নয় অষ্টম বেতন কমিশন, জানাল কেন্দ্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লী – অষ্টম বেতন কমিশন গত ৩ নভেম্বর তাদের টার্ম অব রেফারেন্স ঘোষণা করলেও কবে থেকে তা কার্যকর হবে—সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরি। ফলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীর আশা অনুযায়ী নতুন বছরের শুরুতেই বেতন বৃদ্ধি কার্যকর হচ্ছে না।

দেশ জুড়ে প্রায় ৫০.১৪ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৯ লাখ পেনশনভোগী তাকিয়ে রয়েছেন অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা নিয়ে। এই বিষয়েই প্রশ্ন তোলেন আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দন, ডিএমকে সাংসদ থাঙ্গা তামিলসেলভান-সহ অন্যরা। উত্তরে রাষ্ট্রমন্ত্রী জানান, অষ্টম বেতন কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে। এরপর সেই সুপারিশ কার্যকর করার দিনক্ষণ নির্ধারণ করবে সরকার। অর্থাৎ, কেন্দ্রের হাতে এখনও সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্যাপ্ত সময় রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা থাকলেও সরকার এখনও সেই বিষয়ে কোনও চূড়ান্ত মত দেয়নি। এই কমিশন কার্যকর হলে বেসিক বেতন, অ্যালাউন্স, পেনশন ও অন্যান্য সুবিধায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছিল। এমনকি ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে কর্মীদের বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বাড়ত—যেমন কারও বেসিক যদি ১৮ হাজার টাকা হয়, তা বেড়ে প্রায় ৫১ হাজার ৪৮০ টাকা পর্যন্ত যেতে পারে।

কিন্তু আপাতত অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কেন্দ্রের তরফে স্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত কর্মচারী ও পেনশনভোগীদের অপেক্ষা জারি থাকছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top