দেবমাল্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা, জানুন তারিখ ও ভেন্যু

দেবমাল্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা, জানুন তারিখ ও ভেন্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিপাড়ায় ফের শোনা যাবে সানাইয়ের সুর। এবার পাত্রী হচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ইংরেজি নববর্ষের শুরুতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। নানা বিতর্ক, সোলো ট্রিপ, সোশ্যাল মিডিয়ার পোস্ট—সব কিছুর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন মধুমিতা। বর্তমানে নেটপাড়া থেকে স্টুডিও পাড়া, সর্বত্রই জোর চর্চায় আছেন মধুমিতা ও তাঁর প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর নাম।

মধুমিতা এবং দেবমাল্য সম্পর্কের বেশ কিছুদিন ধরেই খবর ছিল। দেবমাল্য অভিনয় পেশার সঙ্গে যুক্ত নন; তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দু’জনের শীতকালের প্রতি বিশেষ আগ্রহ থাকায় বিয়ের জন্য শীতকালের সময় বেছে নেওয়া হয়েছে। আগামী ২৩ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে হবে মধুমিতা-দেবমাল্যর বিয়ে। বিয়ের দিন কনে-বর দু’জনেই সাবেকী সাজে থাকবেন। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে অনুষ্ঠিত হবে তাদের রিসেপশন।

অভিনয় জীবনে মধুমিতা ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় পা রাখেন। পরবর্তীতে একাধিক মেগা ধারাবাহিকে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ২০১৮ সালের ‘কুসুমদোলা’ ধারাবাহিকের পর তিনি বাংলা টেলিভিশন থেকে বিরতি নেন এবং বড়পর্দা ও ওটিটিতে মন দেন। মুম্বইতেও কাজ করার চেষ্টা করেছিলেন, তবে সাফল্য সীমিত হয়। কলকাতায় ফিরে আবার বাংলা টেলিভিশনে ফিরে এসেছেন। বর্তমানে তিনি ‘ভোলেবাবা পার করে গা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি ঝাড়গ্রামে ছবির শ্যুটিং চালিয়ে যাচ্ছেন এবং হাতে আরও বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top