স্মৃতি মান্ধানা ক্রিকেটে মনোনিবেশ, পলাশ পর্ব অতীত

স্মৃতি মান্ধানা ক্রিকেটে মনোনিবেশ, পলাশ পর্ব অতীত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – পলাশ পর্বকে পেছনে ফেলে আবারও নিজের জগতে মনোনিবেশ করলেন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। বুধবার দিল্লিতে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, তাঁর জীবনে ক্রিকেটের বাইরে আর কিছু নেই। অনুষ্ঠান চলাকালীন স্মৃতি মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীতকে দেখে আনন্দে জড়িয়ে ধরেন। সেই সুযোগেই মনের ভাব প্রকাশ করে জানান, জীবনে সবচেয়ে বেশি ভালোবাসেন দেশের জার্সি এবং ক্রিকেটকে।

গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে স্মৃতির বিয়ের কথা ছিল। গায়ে হলুদ, মেহেন্দি এবং বিয়ের আগে নানা অনুষ্ঠানও আনন্দের সঙ্গে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের দিন সকালে স্মৃতির বাবা হৃদরোগে আক্রান্ত হলে অনুষ্ঠান স্থগিত করতে হয়। পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে জানা যায়, বিয়ের অনুষ্ঠানের সময় পলাশ এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠতা প্রকাশ করেন এবং অন্য এক মহিলার সঙ্গে চ্যাটও ফাঁস হয়। এই ঘটনায় নেটিজেনদের মতে, স্মৃতি সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন।

গত রবিবার স্মৃতি ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতিতে বিয়ের ভাঙনের কথা ঘোষণা করেন। পলাশও সামাজিক মাধ্যমে বিষয়টি স্বীকার করেন। এরপরই স্মৃতি অনুশীলনে মন দেন, আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেন। বুধবার দিল্লির অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় তিনি বলেন, “আমার মনে হয় না ক্রিকেটের চেয়ে বেশি আর কিছু ভালোবাসি। ভারতের জার্সিই আমাদের মোটিভেট করে। সমস্ত সমস্যা একপাশে সরিয়ে রেখে একটি বিষয়েই ফোকাস করি।”

স্মৃতি যেন পুরোপুরি বোঝালেন, পলাশ পর্ব তাঁর জীবনের অতীত। এখন একমাত্র লক্ষ্য ২২ গজে নিজের সেরাটা উপস্থাপন করা। উল্লেখ্য, ২১ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে ১৫ সদস্যের ভারতীয় দল, এবং স্মৃতি পুরো মনোনিবেশের সঙ্গে সিরিজের প্রস্তুতিতে রয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top