যুবভারতীতে মেসির মেগা শো—মাঠে নামছে মেসি অলস্টার বনাম ডায়মন্ডহারবার অলস্টার

যুবভারতীতে মেসির মেগা শো—মাঠে নামছে মেসি অলস্টার বনাম ডায়মন্ডহারবার অলস্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতায় মেসি-জ্বর চরমে। আর মাত্র একদিন, তারপরেই যুবভারতীতে মেসি ম্যাজিকের মহাসাক্ষী হবে শহর। শনিবার একটি বিশেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মেসি অলস্টার এবং ডায়মন্ডহারবার অলস্টার দল। ম্যাচ হবে দুটি অর্ধে—প্রতি অর্ধ ১৫ মিনিট করে, মাঝে ৫ মিনিট বিরতি। মাঠে নামবেন না বর্তমান ফুটবলাররা; বরং সবুজ-মেরুন জার্সিতে নামবেন প্রাক্তন তারকারা।

মোহনবাগান অলস্টার দলে ১৪ জনকে রাখা হচ্ছে। বহু প্রতীক্ষিত ব্যারেটো নাম প্রত্যাহার করে নেওয়ায় তাঁকে দেখা যাবে না সবুজ-মেরুন জার্সিতে। কারণ হিসেবে সরকারিভাবে কিছু না জানা গেলেও শোনা যাচ্ছে, ব্রাজিলিয়ান ব্যারেটো আর্জেন্টিনা তারকাদের সঙ্গে মঞ্চ ভাগ করতে নারাজ। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন শিল্টন পাল।

দলে থাকতে পারেন সংগ্রাম মুখোপাধ্যায়, শিল্টন পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ ও অমিত দাস। কোচ থাকছেন মানস ভট্টাচার্য। যদিও দীপেন্দু বিশ্বাস বর্তমানে মহমেডান কর্তা, তবুও দীর্ঘদিন মোহনবাগানে খেলার অভিজ্ঞতার কারণে তাকেও দলে রাখা হচ্ছে।

শুক্রবার গভীর রাতে কলকাতায় পৌঁছবেন মেসি। পরদিন সকালে হোটেলেই থাকছে স্পনসরদের অনুষ্ঠান। লেক টাউন মোড়ের কাছে তাঁর ৭০ ফুটের মূর্তি উদ্বোধনের কথা থাকলেও নিরাপত্তার কারণে হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন হতে পারে।

মোহনবাগান ক্লাব মেসিকে উপহার দিচ্ছে বিশেষ সবুজ-মেরুন জার্সি। পাশাপাশি ১৯১১ সালের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে এক বিশেষ স্মারক জার্সি, যা সচিব সৃঞ্জয় বসু ও সভাপতি দেবাশিস দত্ত মেসির হাতে তুলে দেবেন।

অনুষ্ঠানে থাকছে আরও বড় চমক—উপস্থিত থাকছেন শাহরুখ খান। ফলে একই মঞ্চে দেখা যাবে মেসি, শাহরুখ, সৌরভ গঙ্গোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক কথায়, তারকার মেলা বসতে চলেছে কলকাতায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top