হুগলি – দ্বিতীয় হুগলী সেতুর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ফের বড়সড় ব্যবস্থা নিতে চলেছে হুগলি রিভার ব্রিজ কমিশন (HRBC)। আগামী ১৪ ডিসেম্বর, রবিবার সকাল ছয়টা থেকে দুপুর দু’টো পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময়ে সেতুর উপর কোনও ধরনের গাড়ি চলাচল করা যাবে না। গত কয়েক সপ্তাহ ধরেই আংশিক সময়ের জন্য ব্রিজে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। এবার সম্পূর্ণ বন্ধ রেখে শুরু হচ্ছে আরও বড় মাপের কাজ।
১৯৯২ সালে তৈরি দ্বিতীয় হুগলী সেতুর মোট ১৯টি ঝুলন্ত কেবল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে রবিবার—উইকেন্ডে সাধারণত যানবাহনের চাপ তুলনামূলক কম থাকে বলেই এই দিনগুলোতেই কাজের পরিকল্পনা করা হচ্ছে। কলকাতা ও হাওড়াকে সংযোগকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে একটি হওয়ায় সেতুর সংস্কারের সময় বিকল্প পথ হিসেবে হাওড়া ব্রিজ এবং নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবেন যাত্রীরা—এমনই জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
HRBC কর্তৃপক্ষের দাবি, ২০২৬ সালের ৩১ মে’র মধ্যে কেবল পরিবর্তনের পুরো কাজ শেষ করা হবে। ফলে শুধু এ বছর নয়, আগামী বছর জুড়েও উইকেন্ডে দফায় দফায় দ্বিতীয় হুগলী সেতু বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে নিয়মিত যাত্রীদের আগাম পরিকল্পনা করে চলাচল করার পরামর্শ দিয়েছে প্রশাসন।




















