বিনোদন – কিং খান—এই নামটাই যথেষ্ট। বলিউডের রোম্যান্স গুরুর ক্যারিশমা এমনই যে তাঁর নামাঙ্কিত কোনও প্রকল্প বাজারে এলেই ভক্তদের উন্মাদনা পৌঁছে যায় অন্য মাত্রায়। এবারও ব্যতিক্রম নয়। দুবাইয়ে শাহরুখ খানের নামে তৈরি আকাশচুম্বী বহুতল ‘Shahrukhz by Danube’–এর বুকিং শুরু হতেই প্রথম দিনেই সব ফ্ল্যাট ‘সোল্ড আউট’। আর এই নজিরবিহীন সাফল্যে আবেগাপ্লুত হয়েছেন কিং খান নিজেও।
দুবাইয়ে শাহরুখ খানের ম্যাজিক—বুকিং আপডেট জানাতে ভক্তদের ঢল
দুবাই এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত বিশেষ ইভেন্টে হাজির ছিলেন শাহরুখ খান। ছিল উপচে পড়া ভিড়। উপস্থিত ভক্তদের সামনে বহুতল প্রকল্পের কর্ণধার রিজওয়ান সজন জানান—বুকিং খোলার কয়েক ঘণ্টার মধ্যেই কোটি কোটি টাকার সব ফ্ল্যাট বিক্রি হয়ে গিয়েছে!
জায়েদ রোডে অবস্থিত ৫৫ তলা এই আলিশান স্কাইস্ক্র্যাপারের মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। স্থাপত্য, বিলাসবহুল সুবিধা এবং শাহরুখ খানের নাম—সব মিলিয়ে প্রকল্পটির জনপ্রিয়তা আকাশচুম্বী।
“দুবাই আমাকে সবসময় উষ্ণতা দিয়েছে”—আবেগে ভাসলেন শাহরুখ
মঞ্চে দাঁড়িয়ে নিজের অনুভূতি লুকোতে পারেননি এসআরকে। তিনি বলেন—
“আমার নামে তৈরি একটি বহুতল। আর প্রথম দিনেই এত বিপুল অর্থে তা কিনে নিয়েছেন মানুষ—এটা সত্যিই অবিশ্বাস্য। দুবাই সবসময় আমাকে দুহাত ভোরে দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না। আমি সত্যিই আনন্দিত, আবেগে ভেসে গেছি।”
তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল অনুষ্ঠান
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা আরোরা, ফারহা খানসহ আরও বহু তারকা। শাহরুখের জনপ্রিয়তা ও দুবাইবাসীর অকুণ্ঠ ভালোবাসার সাক্ষী হল গোটা প্রেক্ষাগৃহ।
কিং খানের নামঘোষিত এই প্রকল্পের প্রথম দিনের সাফল্য ফের প্রমাণ করল—বলিউডে নয়, গোটা বিশ্বেই শাহরুখ খান আজও অপ্রতিরোধ্য ব্র্যান্ড।




















