মেসি-উন্মাদনায় জেগে শহর, ‘গোট কনসার্টে’ যোগ দিতে কলকাতায় শাহরুখ খান

মেসি-উন্মাদনায় জেগে শহর, ‘গোট কনসার্টে’ যোগ দিতে কলকাতায় শাহরুখ খান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – মধ্যরাতে শহরে পৌঁছেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর আগমন ঘিরে কার্যত রাত জেগেছে তিলোত্তমা কলকাতা। ভোর হতেই যুবভারতী ক্রীড়াঙ্গন এলাকায় উপচে পড়েছে মানুষের ভিড়। সকাল না বিকাল—সময় বোঝার উপায় নেই। মেসিকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার ভক্তের উন্মাদনা গোটা এলাকা জুড়ে।

এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে শহরে এসে পৌঁছেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খানও (Shah Rukh Khan)। শনিবারের ‘গোট কনসার্টে’ (GOAT Concert) মেসির পাশাপাশি তিনিও অন্যতম বড় আকর্ষণ। রাত প্রায় ৩টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে শাহরুখ খানের বিমান। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্যেই তিনি পৌঁছে যান শহরের এক তারকা খচিত পাঁচতারা হোটেলে।

শনিবার বেলা ১১টা ৩০ নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফুটবল আর বিনোদনের এই মহামিলনমেলায় এক মঞ্চে থাকবেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও সুপারস্টার শাহরুখ খান—এই খবরেই উন্মাদনা তুঙ্গে।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও টলিউডের একঝাঁক তারকার উপস্থিতিতে অনুষ্ঠান আরও রঙিন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ফুটবল, সিনেমা ও রাজনীতির তারকাদের মিলনে শনিবার যুবভারতী যে সাক্ষী থাকতে চলেছে এক স্মরণীয় মুহূর্তের, তা বলাই বাহুল্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top