বিএলও-র কাজের চাপের অভিযোগ, তবু শিক্ষকরা স্কুলে ফিরুন— বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

বিএলও-র কাজের চাপের অভিযোগ, তবু শিক্ষকরা স্কুলে ফিরুন— বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – শুক্রবারও রাজ্যের একাংশ শিক্ষক, যাঁরা বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁরা নির্বাচন কমিশনের (Election Commission) চাপানো অতিরিক্ত কাজের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। শিক্ষকদের অভিযোগ, একের পর এক দায়িত্ব চাপিয়ে তাঁদের উপর অমানবিক চাপ সৃষ্টি করেছে কমিশন। রাজ্যে ইনিউমারেশন ও ডিজিটাইজেশনের (digitisation) কাজ প্রায় শেষের পথে পৌঁছলেও, এখনও কাজের বোঝা থেকে মুক্তি মিলছে না শিক্ষকদের।

এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষকরা এবার মূল দায়িত্বে, অর্থাৎ স্কুলে ফিরে আসুন— এমনই ইচ্ছা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শুক্রবার নিউ টাউনে ‘ক্যাফে টেলস’ নামে একটি বুক ক্যাফের (book cafe) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তাঁর নিজের লেখা ‘নির্বাচিত প্রবন্ধ’ শীর্ষক বই প্রকাশ করেন। পাশাপাশি শঙ্করলাল ভট্টাচার্যের লেখা ‘সিনেমার স্বাদ’ বইটিরও আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।

অনুষ্ঠান মঞ্চ থেকেই ব্রাত্য বসু বিএলও হিসেবে কাজ করা শিক্ষকদের প্রসঙ্গে বলেন, “শিক্ষকদের দিয়ে প্রচুর পরিশ্রম করানো হয়েছে। কিন্তু সেই অনুপাতে তাঁদের যথাযথ সম্মান দেওয়া হয়নি।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে টানা খাটুনির পরে কতজন শিক্ষক শারীরিকভাবে স্কুলে ফেরার মতো অবস্থায় থাকবেন, সেটাও এখন দেখার বিষয়।

তবে স্পষ্ট ভাষায় শিক্ষামন্ত্রীর বক্তব্য, “আমি চাই শিক্ষকরা স্কুলে ফিরে যাক।” একই সঙ্গে এতদিন ধরে বিএলও হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের ধন্যবাদও জানান ব্রাত্য বসু। তাঁর কথায়, নির্বাচনী প্রক্রিয়ায় শিক্ষকদের অবদান অস্বীকার করার কোনও জায়গা নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top