মতুয়া ভোটব্যাঙ্ক রক্ষায় মাঠে নামছেন মোদি, এসআইআর-পর্বের পর প্রথম জনসভা রানাঘাটে

মতুয়া ভোটব্যাঙ্ক রক্ষায় মাঠে নামছেন মোদি, এসআইআর-পর্বের পর প্রথম জনসভা রানাঘাটে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে মতুয়া সম্প্রদায়ের বাসিন্দাদের সবথেকে বেশি বিপদের মুখে ফেলার চেষ্টা করেছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার— এমন অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি স্পষ্ট আশ্বাস দিয়েছেন, মতুয়া সমাজের কোনও মানুষকেই ভোটার তালিকা থেকে বাদ যেতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর গোটা মতুয়া সমাজ কার্যত রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে মতুয়া ভোটব্যাঙ্ক ধরে রাখতে সরাসরি মাঠে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যে নির্বাচনের আগে এবং এসআইআর শুরুর পরে এই প্রথম তিনি মতুয়া অধ্যুষিত এলাকাতেই জনসভা করতে চলেছেন। আগামী ২০ ডিসেম্বর নদিয়ার রানাঘাটে প্রধানমন্ত্রী মোদির জনসভা অনুষ্ঠিত হবে।

শীতকালীন অধিবেশন শেষ হতেই বিজেপি বাংলায় জোরকদমে ভোট প্রচার শুরু করতে চলেছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট সাতটি জনসভা করবেন নরেন্দ্র মোদি, যার মধ্যে প্রথমটিই হবে রানাঘাটে। ইতিমধ্যেই তাহেরপুরের নির্ধারিত মাঠে সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং কর্মযজ্ঞ তুঙ্গে।

এর আগে বৃহস্পতিবার কৃষ্ণনগরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মতুয়া সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ভোটার তালিকায় নাম না থাকলে ধর্না দেওয়ার কথাও বলেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর মতুয়া এলাকাগুলিতে বিজেপির অস্বস্তি আরও বেড়েছে বলেই রাজনৈতিক মহলের মত।

নদিয়ার রানাঘাট মতুয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে, তা প্রশমিত করতেই বিজেপি এই এলাকাকেই বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। রানাঘাটের তাহেরপুরে মোদির সভা সেই কৌশলেরই অংশ।

রাজ্যের বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay) জানিয়েছেন, ২০ ডিসেম্বর তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন। জনসভার পাশাপাশি ওই দিন কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনও হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাহেরপুরের এই জনসভা শুধুমাত্র প্রচারের জন্য নয়, বরং মতুয়া মন জয় এবং ভোটার তালিকা সংশোধন পর্বে তাঁদের আস্থা ফেরানোর একটি বড় কৌশল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top