উত্তর 24 পরগণা – সন্দেশখালিতে সিবিআই তদন্তের আবহে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের নিরাপত্তা বাড়াল প্রশাসন। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়িতে মোতায়েন করা হয়েছে পুলিশি প্রহরা। দুর্ঘটনার পর থেকেই ভোলা ঘোষ বারবার দাবি করে আসছিলেন, তাঁকে পরিকল্পনামাফিক খুন করার চেষ্টা হয়েছে এবং এই ঘটনার নেপথ্যে শেখ শাহজাহানের হাত রয়েছে। দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।
গত বুধবার বসিরহাট মহকুমা আদালতে যাওয়ার পথে ভোলা ঘোষের গাড়ির সঙ্গে সামনাসামনি ধাক্কা মারে একটি ১৬ চাকা ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালকের। গুরুতর আহত হন ভোলা ঘোষ নিজে ও তাঁর আরেক ছেলে। ঘটনার পর থেকেই এই দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ ভোলা ঘোষ ও তাঁর পরিবার।
ভোলা ঘোষের অভিযোগ, তিনি শেখ শাহজাহান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হওয়ায় তাঁকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। তাঁর দাবি, আদালতে যাওয়ার পথেই ষোল চাকা ট্রাক ব্যবহার করে তাঁদের গাড়িকে ধাক্কা মেরে খুন করার চেষ্টা করা হয়। এই অভিযোগ ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক—এটি দুর্ঘটনা, না কি পরিকল্পিত খুনের চেষ্টা।
এই ঘটনার তদন্তে গতকাল ন্যাজাট থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। তবে এখনও মূল অভিযুক্ত ট্রাকচালকসহ যাঁদের বিরুদ্ধে ভোলা ঘোষ সরাসরি অভিযোগ তুলেছেন, তাঁরা অধরা বলেই জানা যাচ্ছে। সেই কারণেই প্রশাসনের তরফে পুলিশি নিরাপত্তা দেওয়া হলেও মানসিক আতঙ্ক এখনো কাটেনি ভোলা ঘোষের।
ভোলা ঘোষের বক্তব্য, পুলিশি পাহারা থাকলেও যাঁরা তাঁকে খুন করার চেষ্টা করেছে বলে তিনি মনে করছেন, তারা ধরা না পড়া পর্যন্ত তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন নজরে রাখছে গোটা সন্দেশখালি।




















