পূর্ব মেদিনীপুর – সংগঠনকে তৃণমূল স্তর থেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন জেলা, ব্লক ও মণ্ডল স্তরের নেতৃত্বসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
চায়ের আড্ডার স্বতঃস্ফূর্ত পরিবেশে কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ মতবিনিময়ে অংশ নিয়ে দিলীপ ঘোষ সংগঠনকে আরও মজবুত করার উপর জোর দেন। তৃণমূল স্তরে দলের বিস্তার, কর্মীদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যা শোনা এবং সংগঠনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন দলের প্রধান লক্ষ্য। প্রতিটি কর্মীকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক প্রস্তুতি এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাদের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে—সংগঠনের ভিত মজবুত করাই আগামী দিনের প্রধান অগ্রাধিকার।
এদিন যুবভারতী স্টেডিয়ামে সাম্প্রতিক বিশৃঙ্খলা কাণ্ডের প্রসঙ্গ তুলে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সব মিলিয়ে, রামনগরের ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি বিজেপির সাংগঠনিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করল—দলকে আরও সংঘবদ্ধ করে মানুষের কাছে পৌঁছনোর স্পষ্ট ডাক।




















