বিহার – বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির সংসদীয় বোর্ড রবিবার ঘোষণা করেছে, দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হলেন নিতিন নবীন। তিনি বর্তমানে বিহারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজেপির বিবৃতিতে বলা হয়েছে, সংসদীয় বোর্ড নিতিন নবীনকে সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে বেছে নিয়েছে। নিতিন সম্প্রতি সমাপ্ত বিহারের বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর আসন থেকে প্রার্থী হয়েছিলেন। সেখানে তিনি আরজেডির প্রার্থী রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।
বর্তমান মন্ত্রিসভায় নীতীশ কুমারের নেতৃত্বে নিতিন নবীন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ নিয়োগের মাধ্যমে বিজেপির নেতৃত্বে নতুন দায়িত্ব ও দৃষ্টিভঙ্গি আসবে বলে মনে করা হচ্ছে।




















