ফের নিম্নমুখী তাপমাত্রা, সপ্তাহজুড়ে রাজ্যে শীতের আমেজ

ফের নিম্নমুখী তাপমাত্রা, সপ্তাহজুড়ে রাজ্যে শীতের আমেজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সপ্তাহের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়লেও ফের নামতে শুরু করেছে পারদ। চলতি সপ্তাহে কলকাতা সহ রাজ্যের সর্বত্র তাপমাত্রা থাকবে নিম্নমুখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়েই রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। তবে মঙ্গলবার সেই তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ১ ডিগ্রি কমে যায়। এদিন শহরের তাপমাত্রা নেমে আসে ১৫ ডিগ্রির ঘরে। চলতি শীতের মরশুমে এখনও পর্যন্ত মোট ৯ দিন রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। মঙ্গলবার সকাল থেকেই শহরজুড়ে ঠান্ডার আমেজ স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের অনুভূতি থাকলেও আপাতত জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিনের মধ্যে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কম। সকালবেলায় শীতের প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রায় সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

সোমবার হঠাৎ করেই রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠে গিয়েছিল। তবে বিগত কয়েকদিন ধরে পশ্চিমের একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি অবস্থান করছে। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। বুধবারও একই ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন মাঝারি কুয়াশার প্রভাব বাড়তে পারে। দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি নেমে আসার আশঙ্কা রয়েছে। দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে প্রায় ৪ থেকে ৫ ডিগ্রির কাছাকাছি। এদিন সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top