রাজ্য – ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা–অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক বৃহৎ ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই তিনি রাজ্যের ব্যবসায়ী সমাজ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাঁদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শুনবেন।
এই সম্মেলনের আয়োজন করেছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস। আয়োজক সংগঠনের দাবি, রাজ্যের ২৩টি জেলা থেকে প্রায় ১২ হাজারেরও বেশি ব্যবসায়ী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। আয়োজকদের মতে, এই প্রথম পশ্চিমবঙ্গে কোনও কার্যরত মুখ্যমন্ত্রী এত বড় পরিসরের ব্যবসায়ী সম্মেলনে উপস্থিত থাকতে চলেছেন, যা রাজ্য-ব্যবসায়ী সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
সম্মেলনে রাজ্যের ব্যবসায়ী সমাজের ঐক্য, তাঁদের আর্থিক অবদান এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যবসার ভূমিকা তুলে ধরা হবে। সংগঠনের তরফে জানানো হয়েছে, রাজ্যে বর্তমানে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ ব্যবসায়ী রয়েছেন, যাঁদের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক কোটিরও বেশি মানুষের জীবিকা নির্বাহ হয়। রাজ্যের সরবরাহ ব্যবস্থা, এমএসএমই ক্ষেত্র এবং রাজস্ব আয়ে এই ব্যবসায়ী সমাজের অবদানও আলোচনায় গুরুত্ব পাবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকেই ব্যবসায়ীদের প্রশাসনিক জটিলতা, নীতিগত সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখতে পারেন। ব্যবসার পরিবেশ আরও অনুকূল করতে কী ধরনের সরকারি সহায়তা ও নীতিগত পরিবর্তন প্রয়োজন, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার ও ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ বজায় রাখাই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য।
সম্মেলনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কর্মসূচিও থাকছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে কলকাতা পুলিশ ও ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রায় ১,১০০টি হেলমেট বিতরণ করা হবে। নবান্নের মতে, এই সরাসরি আলোচনা ভবিষ্যতে রাজ্যের শিল্প ও বাণিজ্য নীতিকে আরও বাস্তবমুখী ও কার্যকর করে তুলতে সহায়ক হবে।




















