ডিসেম্বরে রাজ্যে শীতের ভালো ইনিংস, বড়দিনে মনোরম আবহাওয়ার ইঙ্গিত

ডিসেম্বরে রাজ্যে শীতের ভালো ইনিংস, বড়দিনে মনোরম আবহাওয়ার ইঙ্গিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য -ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে শীতের আমেজ বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। চলতি মাসে একাধিক দিন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নেমেছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমেছে ১০ ডিগ্রির কাছাকাছি, অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা পৌঁছেছে সিঙ্গেল ডিজিটে। নভেম্বর মাসে শীত তেমনভাবে অনুভূত না হলেও ডিসেম্বরের শুরু থেকেই শীত যেন জোরালো ইনিংস খেলছে।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, ভোর ও রাতে শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। রোদ উঠলে শীতের দাপট কম অনুভূত হবে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ২১ ডিসেম্বরের পর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে ২৪ ডিসেম্বরের পর থেকে ফের তাপমাত্রা নামতে শুরু করবে। এর ফলে চলতি বছরের বড়দিন রাজ্যবাসী উপভোগ করবেন মনোরম আবহাওয়ার মধ্যেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি পাক সংলগ্ন জম্মু-কাশ্মীর এলাকায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত রয়েছে। এই কারণেই রাজ্যে এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের নিচেই রয়েছে।

ভোরের দিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আগামী কয়েকদিন এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে।

হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতেও তাপমাত্রা নিম্নমুখী থাকবে। মালদা ও সংলগ্ন উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। একই সঙ্গে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রাও সামান্য বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top