বিনোদন – চলতি বছর বড়দিনে মুক্তি পেতে চলেছে কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন একটি খুনির সন্ধানে’। অরিন্দম শীল পরিচালিত মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির এই ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। পর্দায় আবারও মহিলা গোয়েন্দা মিতিনের চরিত্রে কোয়েলকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। তবে ছবির শ্যুটিং চলাকালীনই এক ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন টলি কুইন।
মিতিন মাসি ছবির শ্যুটিংয়ের সময় নানা সমস্যার কারণে একাধিকবার কাজ বন্ধ রাখতে হয়েছিল। সেই তালিকায় অন্যতম বড় কারণ ছিল কোয়েল মল্লিকের দুর্ঘটনা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা জানান, ছবির একটি অ্যাকশন দৃশ্য নিখুঁতভাবে করার জন্য মুম্বই থেকে বিশেষ অ্যাকশন মাস্টার আনা হয়েছিল। সেই অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে।
কোয়েলের কথায়, অ্যাকশন দৃশ্য করতে গিয়েই তাঁর ডান হাতের কব্জির হাড় ভেঙে যায়। প্রবল যন্ত্রণায় ভুগতে হয় তাঁকে এবং দীর্ঘদিন হাতে ব্যথা ছিল। সেই কারণেই মাঝপথে শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল। দুর্ঘটনার প্রসঙ্গে কোয়েল বলেন, মজা করে তাঁরা একে ‘কুলি সিন্ড্রোম’ বলেছিলেন, কারণ কুলি ছবির সময় অমিতাভ বচ্চনের বড় দুর্ঘটনার কথা সকলেরই জানা। যদিও তিনি স্পষ্ট করে বলেন, সেটার সঙ্গে তুলনা চলে না, কিন্তু তাঁর চোটের জন্য ছবির শ্যুট থামিয়ে রাখতে হয়েছিল যতদিন না তিনি সুস্থ হন।
সেই সময় নেপালগঞ্জে ছবির শ্যুটিং চলছিল। অ্যাকশন দৃশ্যের সময় সহ অভিনেতার লাথি প্রথমে তাঁর হাতের কব্জির একটু উপরে লাগে। দ্বিতীয় টেকের সময় ফের একই জায়গায় আঘাত পান তিনি। এরপরই হাত ফুলে যায় এবং যন্ত্রণা বাড়তে থাকে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা ও এক্স-রেতে ডান হাতে ফ্র্যাকচার ধরা পড়ে। চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দেন।
এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকদিনের জন্য ‘মিতিন মাসি’ ছবির শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল। দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের পর ফের কাজে ফেরেন কোয়েল মল্লিক। বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে এখন ফের উন্মাদনা তুঙ্গে।




















