উত্তর 24 পরগণা -;শীতের সন্ধ্যায় নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল। নিউ টাউনের ইকো পার্কের কাছেই থাকা বাংলাদেশি কলোনির একটি বস্তিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, চোখের সামনে একের পর এক ঝুপড়ি দাউদাউ করে জ্বলতে শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় শতাধিক ঝুপড়ি রয়েছে। তার মধ্যেই আগুন লাগায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু বাসিন্দা।
ঘুনি বস্তিতে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে এলাকায় প্রচুর পরিমাণে বাঁশ ও ত্রিপল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয়দের দাবি, আগুনের মধ্যেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যা আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর ১০টি ইঞ্জিন। তবে বস্তির রাস্তা অত্যন্ত সরু এবং এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকলের কাজ কঠিন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হবে বলে দমকল সূত্রে জানানো হয়েছে।




















