খসড়া ভোটার তালিকা ঘিরে আপত্তির ঢল, প্রথম দিনেই কমিশনে জমা ১ লক্ষ ৮১ হাজারের বেশি আবেদন

খসড়া ভোটার তালিকা ঘিরে আপত্তির ঢল, প্রথম দিনেই কমিশনে জমা ১ লক্ষ ৮১ হাজারের বেশি আবেদন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে অভিযোগ ও আপত্তি জানানোর পর্ব। আর সেই পর্বের প্রথম দিনেই রাজ্যজুড়ে কার্যত উপচে পড়ল আবেদন। নির্বাচন কমিশনের দফতর সূত্রে জানা গিয়েছে, একদিনেই মোট ১ লক্ষ ৮১ হাজার ৪৫৪টি অভিযোগ ও আপত্তি সংক্রান্ত আবেদন জমা পড়েছে। এই বিপুল সংখ্যক আবেদনই স্পষ্ট করে দিচ্ছে, খসড়া ভোটার তালিকা ঘিরে রাজনৈতিক দলগুলির সক্রিয়তা এবার তুঙ্গে।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনেই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমে। তৃণমূলের পক্ষ থেকে মোট ৬৮ হাজার ৫৫৬টি আবেদন জমা দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধন, নাম বাদ পড়া, ভুল ঠিকানা, বয়স বা পরিচয় সংক্রান্ত গরমিল—এই সব বিষয় তুলে ধরেই আবেদনগুলি করা হয়েছে বলে জানা গিয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। বিজেপির বুথ লেভেল অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে প্রথম দিনেই জমা পড়েছে ৫৫ হাজার ১৬১টি আবেদন। দলের অভিযোগ, একাধিক জায়গায় প্রকৃত ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, আবার কোথাও ভুল তথ্য রয়ে গিয়েছে। সেই সব সংশোধনের দাবিতেই এই বিপুল সংখ্যক আবেদন জমা দেওয়া হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম। বাম শিবিরের পক্ষ থেকে প্রথম দিনে জমা পড়েছে ৪২ হাজার ৭৫৯টি আবেদন। সিপিআইএমের দাবি, শহর ও গ্রাম—দু’জায়গাতেই ভোটার তালিকায় একাধিক অসঙ্গতি চোখে পড়েছে, যা দ্রুত সংশোধন করা প্রয়োজন।

এছাড়াও কংগ্রেসের পক্ষ থেকে জমা পড়েছে ১৩ হাজার ৪১১টি আবেদন। ফরওয়ার্ড ব্লক জমা দিয়েছে ১ হাজার ৫৪০টি আবেদন এবং বহুজন সমাজ পার্টি ২১টি আবেদন জমা করেছে। সব মিলিয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর অভিযোগ-আপত্তি পর্বের প্রথম দিনেই কমিশনের কাছে পৌঁছেছে ১ লক্ষ ৮১ হাজার ৪৫৪টি আবেদন, যা রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, জমা পড়া সমস্ত অভিযোগ ও আপত্তি খতিয়ে দেখে নিয়ম মেনেই সংশোধনের কাজ করা হবে। ভোটার তালিকাকে নির্ভুল ও স্বচ্ছ রাখা গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ—এই বিষয়টি মাথায় রেখেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top