রাজ্য – মঙ্গলবার এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই একের পর এক চাঞ্চল্যকর ভুল সামনে এসেছে। যে ব্যক্তি সোমবার পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ও জীবিত ছিলেন, খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে তিনিই নথিভুক্ত হয়েছেন ‘মৃত’ হিসেবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—রাজ্যের সর্বত্রই জীবিত ভোটারের নাম মৃত হিসেবে উঠে আসার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
ভোটাধিকার হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন বহু মানুষ প্রশ্ন তুলছেন, কীভাবে এমন মারাত্মক ভুল সম্ভব? কে নেবে এই ভুলের দায়? যাঁদের নাম ভুলভাবে তালিকাভুক্ত হয়েছে, সেই সব ভোটারদের স্পষ্ট দাবি—এই দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন। তাঁদের মতে, ভোটার তালিকার মতো গুরুত্বপূর্ণ নথিতে এমন গাফিলতি গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত।
তবে কমিশন এই ভুলের দায় নিজেদের কাঁধে নিতে নারাজ। উল্টে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের দিকেই আঙুল তুলছে কমিশন। যেসব এলাকা থেকে এই ধরনের অভিযোগ উঠে এসেছে, সেই সব জায়গার বিএলও-দেরই কাঠগড়ায় তোলা হচ্ছে। ফলে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।
ভুলের অভিযোগে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রায় ১০ জন বিএলও-কে শোকজ করেছে বলে জানা গিয়েছে। যদিও এতে মানুষের ক্ষোভ কমেনি। ভোটারদের প্রশ্ন, দায় শুধু নিচুতলার কর্মীদের ঘাড়ে চাপিয়ে দিলে কি সমস্যার সমাধান হবে? নাকি এর পিছনে রয়েছে আরও বড় প্রশাসনিক ব্যর্থতা—সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।




















