বিনোদন – টেলিপাড়ায় ফের বিয়ের খুশির বাতাস। টেলি নায়িকা দীপান্বিতা রক্ষিত আইনী বিয়ে সারলেন। ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনের কাছে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী নতুন জীবনে পা রাখলেন। তাঁর বর গৌরব দত্ত, যিনি পেশায় একজন পশু চিকিৎসক। বিনোদন জগতের সঙ্গে গৌরবের সরাসরি কোনো সম্পর্ক নেই।
আইনী বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন দীপান্বিতা। বিয়ের অনুষ্ঠানটি খুবই অন্তরঙ্গভাবে, এক রেস্তোরাঁয় শুধুমাত্র নিকটজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। বর-কনে দু’জনেই বিশেষ দিনে ট্র্যাডিশনাল পোশাক পরেছেন; দীপান্বিতার শাড়ি এবং গৌরবের পাঞ্জাবি। এনগেজমেন্ট রিং দেখিয়ে মুহূর্তটি লেন্সবন্দি করেছেন তাঁরা। নায়িকা লিখেছেন, আইনীভাবে তিনি এখন বিবাহিত।
টলিপাড়ায় গুঞ্জন, দীপান্বিতা ও গৌরব দু’জনই বাঁকুড়ার বাসিন্দা। দীপান্বিতার বাড়িতে থাকা সারমেয়দের চিকিৎসার জন্য নিয়মিত যাতায়াত করতেন গৌরব। এখান থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে এবং পরে তা প্রেমে পরিণত হয়।
দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি দীপান্বিতাকে। ‘খুকুমণি হোম ডেলিভারি’ মেগা সিরিজ শেষ হওয়ার পর তিনি ওটিটি প্রজেক্টেও কাজ করেছেন। এছাড়াও রাজদীপ ঘোষ পরিচালিত ‘প্রফেসর সেনগুপ্ত’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তিনি নতুন ধারাবাহিক ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এ স্টার জলসায় ফিরবেন। এই ধারাবাহিকের বিপরীতে অভিনয় করবেন শুভ্রজিৎ সাহা।




















