মন্দিরে ঢোকার আগে মেটাল ডিটেক্টরে প্রণাম, ভাইরাল হলো অদ্ভুত ভিডিয়ো

মন্দিরে ঢোকার আগে মেটাল ডিটেক্টরে প্রণাম, ভাইরাল হলো অদ্ভুত ভিডিয়ো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – মন্দিরে ঢোকার জন্য দীর্ঘ লাইন পড়েছিল পুণ্যার্থীদের। ধীরে ধীরে এগোতে থাকা লাইনে হঠাৎ কিছু দর্শনার্থী অদ্ভুত আচরণ করতে শুরু করেন। মন্দিরের প্রবেশপথে ‘মেটাল ডিটেক্টর’ লাগানো ছিল। এক ব্যক্তি মাছি তাড়াতে গিয়ে ভুলবশত যন্ত্রের গায়ে হাত লাগান। সেই মুহূর্তে তিনি মন্দিরে প্রবেশ করেন।

পিছনে দাঁড়ানো অন্যান্য পুণ্যার্থীরা ভেবেছিলেন, যন্ত্রকে প্রণাম করে মন্দিরে প্রবেশ করাই নিয়ম। তাই তারা সবাই একইভাবে মেটাল ডিটেক্টরে হাত রাখার ভঙ্গিতে প্রণাম করে মন্দিরে ঢোকার পর পর প্রবেশ করতে শুরু করেন।

ঘটনার ভিডিয়ো সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে। দীপেশ পটেল নামে এক ব্যবহারকারী এক্স (সাবেক টুইটার)-এ ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োতে দেখা গেছে, একজন ব্যক্তির মুখের সামনে মাছি উড়ছে, সে মাছি তাড়াতে গিয়ে যন্ত্রে হাত লেগে যায়। এরপর অন্য পুণ্যার্থীরা তার অনুসরণে যন্ত্রে প্রণাম করছেন।

নেটিজেনদের মধ্যে এই ঘটনার প্রতি হাস্যরস সৃষ্টি হয়েছে। একজন মজা করে লিখেছেন, “জড় বস্তু বলে কি তার ভিতর ঈশ্বর নেই! মনে ভক্তি থাকাই আসল।” আরেকজন মন্তব্য করেছেন, “অন্ধভাবে অন্যকে অনুসরণ করলে এমনই হয়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top