জলপাইগুড়ি – জলপাইগুড়ির আকাশে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে দেখা গেল এক রহস্যময় উজ্বল আলো, যা জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ধূপগুড়ি, ময়নাগুড়ি, সদর, রাজগঞ্জ ব্লকের বাসিন্দারা একযোগে আকাশ ভেদ করে চলমান উজ্বল আলোর রেখা দেখেছেন। অনেকের দাবি, তারা প্রবল ঝাঁকুনি অনুভব করেছেন এবং কিছু ক্ষেত্রে শোঁ শোঁ শব্দও শুনেছেন। কেউ কেউ জানিয়েছেন, আলোর রেখাটি মাটিতে আছড়ে পড়ার মত দৃশ্যও লক্ষ্য করেছেন।
ঘটনার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য আরও বাড়ে। যদিও ঘটনাটি নিয়ে জেলা পুলিশ আশ্বস্ত করেছে। পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, সব থানাকে খোঁজ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোশাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেছেন, এটি উল্কাপাত হতে পারে। অন্যদের মধ্যে অনুমান হয়েছে, এটি চীনা রকেটও হতে পারে। তবে এই দাবি নেটিজেনদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে। সব মিলিয়ে বৃহস্পতিবাসরীয় সন্ধ্যার ওই রহস্যময় আলোকে ঘিরে জলপাইগুড়িতে জল্পনা তুঙ্গে উঠেছে।




















