বিনোদন – কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে এল নতুন অতিথি। প্রথম সন্তানের পর এবার তাঁদের পরিবারে এল আরও এক পুত্রসন্তান। দ্বিতীয়বার মা হলেন ভারতী, বাবা হলেন হর্ষ। সুখবর ছড়াতেই অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া।
জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ভারতী সিং। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানেই সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। মা ও সদ্যোজাত—দু’জনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
উল্লেখ্য, এর আগেও ভারতী ও হর্ষের প্রথম সন্তান ছেলে হওয়ায় পরিবারে খুশির আমেজ তৈরি হয়েছিল। দ্বিতীয়বারও পুত্রসন্তানের জন্মে তাঁদের আনন্দ যে দ্বিগুণ, তা বলাই বাহুল্য। বিনোদন জগতের বহু সহকর্মী ও অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন এই তারকা দম্পতিকে।
মঞ্চ ও পর্দায় হাসির ঝলক উপহার দেওয়া ভারতী-হর্ষের ব্যক্তিগত জীবনের এই খুশির মুহূর্তেও শুভেচ্ছার জোয়ার অব্যাহত।




















