বাঁকুড়া – বাঁকুড়ার বিষ্ণুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান অভিজিৎ নন্দী নামে এক যুবক। একই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বাইক আরোহী। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ওই সময় বালি ভর্তি একটি ডাম্পার বিড়াই মোড়ের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ডাম্পারটির গতি ছিল অত্যন্ত বেশি। আচমকাই একটি বাইককে সজোরে ধাক্কা মারে ডাম্পারটি।
ধাক্কার অভিঘাতে বাইক আরোহী প্রদীপ পাল রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন। বাইকে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি উল্টে যায়। ঠিক সেই সময় সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন অভিজিৎ নন্দী। উল্টে যাওয়া বালি বোঝাই ডাম্পারের নিচে চাপা পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর দ্রুত স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং বিষ্ণুপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ডাম্পারের নিচ থেকে অভিজিৎ নন্দীর দেহ উদ্ধার করা হয়। পরে দেহটি বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানেই ময়নাতদন্ত করা হবে।
গুরুতর আহত বাইক আরোহীকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থার দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
প্রত্যক্ষদর্শীদের মতে, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। ডাম্পার চালক মদ্যপ ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটিকে আটক করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।




















