রাজ্য – প্রতিবেশী দেশ বাংলাদেশে অশান্তি ছড়ালে তার প্রভাব প্রথমে বাংলায় পড়ে। সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত থেকে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন বিজেপি নেতা অমিত মালব্য। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে যুক্তি ছাড়া বাংলাদেশের মতো পরিস্থিতি বাংলায় হবে বলে আগুন ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
এই পোস্টের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি দাবি করেছেন, অমিত মালব্যের পোস্ট দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে এবং বাংলার মধ্যে ২০২৬ সালের আগে হিংসা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। পোস্টে বাংলার তৃণমূল সরকারের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যও করা হয়েছে।
তৃণমূলের অভিযোগ, এই পোস্ট বাংলার প্রতি অসম্মান ও অশান্তি সৃষ্টির ইঙ্গিত বহন করছে। নরেন্দ্রপুর থানায় দায়ের করা অভিযোগে যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।




















