শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং শুরু, অ্যাকশন ও পারিবারিক দৃশ্যে উন্মাদনা

শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং শুরু, অ্যাকশন ও পারিবারিক দৃশ্যে উন্মাদনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ঘোষণার পর থেকেই শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ নিয়ে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে। ছবির প্রি-টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল সেই ছোট্ট ভিডিও। শুটিং ইতিমধ্যেই অনেকটাই শেষ হলেও, মাঝখানে ছোট্ট বিরতি নিয়েছিলেন বাদশা। শনিবার থেকে ফের শুটিং শুরু হচ্ছে ‘কিং’-এর।
এক বিনোদন ওয়েবসাইটের সূত্রের দাবি, এবার মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে স্টাইলিশ ও চোখধাঁধানো অ্যাকশন দৃশ্যগুলি শুট করা হবে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও আন্তর্জাতিক স্টান্ট পরিচালকরা প্রতিটি দৃশ্যের পরিকল্পনা হাতে নিয়েছেন। শুটিংয়ে থাকবে দুরন্ত অ্যাকশন, ক্লোজ কমব্যাট এবং নাটকীয় সংঘাতের দৃশ্য। টেকনিক্যাল টিম দিনরাত এক করে কাজ করছে যাতে শুটিং নির্বিঘ্নে সম্পন্ন হয়। শাহরুখ নিজেও গত কয়েকদিন ধরে দৃশ্যগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং শুটিংয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন।
এছাড়াও আলোচনায় রয়েছেন সুহানা খান। তাঁর সঙ্গে শাহরুখের বেশ কিছু দৃশ্য এই ক’দিনে শুট হবে, যার মধ্যে রয়েছে অ্যাকশন দৃশ্যও। বলিউড সূত্রে জানা গেছে, সুহানা দিনরাত ঘাম ঝরিয়ে বাবা শাহরুখের কাছ থেকে অ্যাকশন প্রশিক্ষণ নিচ্ছেন। ফলে পর্দায় পিতা-পুত্রকে মারকাটারি অ্যাকশন দৃশ্যে দেখার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে।
‘কিং’ একদিকে অ্যাকশন থ্রিলার, অন্যদিকে পর্দায় শাহরুখ ও সুহানার প্রথম যৌথ উপস্থিতি। পাশাপাশি ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুর। বিশেষ আকর্ষণ হিসেবে দেখা যাবে দীপিকার সঙ্গে শাহরুখের রোম্যান্স, যা দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে। অনুরাগীরা আগেই বলেন, ‘দীপিকা মানেই শাহরুখের ছবি ব্লকবাস্টার’। এবারও কি সেই সৌভাগ্য ‘লাকি চার্ম’ কাজ করবে, সেটাই দেখার অপেক্ষায় কোটি দর্শক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top