বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে সতর্ক কলকাতা পুলিশ, শহরজুড়ে বাড়তি নজরদারি

বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে সতর্ক কলকাতা পুলিশ, শহরজুড়ে বাড়তি নজরদারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কলকাতা পুলিশ। শহরের সমস্ত সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউস-সহ যেখানে ভিড় জমার সম্ভাবনা রয়েছে, সেই সব জায়গায় বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি বলেন, সামনে ২৫ ডিসেম্বর বড়দিন এবং বর্ষবরণের রাত থাকায় পার্ক স্ট্রিট-সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। দিনের পাশাপাশি রাতের টহলও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
সল্টলেকে সাম্প্রতিক ‘মেসি কাণ্ড’-এর প্রসঙ্গ টেনে পুলিশ কমিশনার জানান, ইডেনে আসন্ন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে যাতে কোনও রকম নিরাপত্তার ঘাটতি না থাকে, সে বিষয়ে আগাম প্রস্তুতি শুরু হয়েছে। সল্টলেক স্টেডিয়ামে যেসব নিরাপত্তাজনিত খামতি সামনে এসেছিল, সেগুলি মাথায় রেখেই এবার অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে।
বাংলাদেশের পরিস্থিতির প্রভাব যাতে কোনওভাবেই কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে না পড়ে, সে বিষয়ে কড়া নজর রেখেছে লালবাজার। কলকাতা পুলিশের সমস্ত ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে শহরজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এ দিন পুলিশ কমিশনার আরও বলেন, কলকাতা পুলিশ শুধু অপরাধ দমনেই নয়, খেলাধুলাতেও সমান পারদর্শী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশের সক্রিয় অংশগ্রহণ ও সাফল্যই তার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top