আরবান ডেভেলপমেন্টের নির্দেশে বসিরহাট পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হল, প্রশাসকের হাতে দায়িত্ব

আরবান ডেভেলপমেন্টের নির্দেশে বসিরহাট পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হল, প্রশাসকের হাতে দায়িত্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর 24 পরগণা – আরবান ডেভেলপমেন্ট দফতরের নির্দেশের পরিপ্রেক্ষিতে ভেঙে দেওয়া হল বসিরহাট পুরসভার বর্তমান পরিচালন বোর্ড। এসডিও দফতরের মাধ্যমে বসিরহাট পুরসভা ও ২৩ জন কাউন্সিলরের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। শনিবার থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ পুরসভার সম্পূর্ণ বোর্ড ক্ষমতাচ্যুত হয়েছে।
বসিরহাট পুরসভায় মোট ২৩টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে ২০ জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, ১ জন বিজেপির, ১ জন কংগ্রেসের এবং ১ জন তৃণমূল কংগ্রেসের প্রয়াত কাউন্সিলর ছিলেন। দীর্ঘদিন ধরেই পুরসভার কাউন্সিলরদের মধ্যে বিভিন্ন সমস্যা ও মতবিরোধ চলছিল বলে অভিযোগ। এর জেরে উন্নয়নমূলক কাজ কার্যত স্থবির হয়ে পড়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। শুক্রবার সন্ধ্যাতেই মহকুমাশাসকের দফতরে আরবান ডেভেলপমেন্ট দফতরের নোটিশ পৌঁছয়। সেই নোটিশ অনুযায়ী পুরসভার বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়।
ভাইস চেয়ারম্যান সুবীর সরকার জানান, আরবান ডেভেলপমেন্ট দফতরের নির্দেশ মহকুমাশাসকের দফতরের মাধ্যমে এসেছে এবং তা প্রতিটি কাউন্সিলরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তাঁর কথায়, শনিবার থেকেই বসিরহাট পুরসভার সমস্ত প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ প্রশাসকের তত্ত্বাবধানে চলবে।
পুরসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে উন্নয়ন কাজের গতি ফেরাতে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন ছিল বলে মত উঠছে, অন্যদিকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিরোধীদের কটাক্ষও শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top