বর্ধমান – বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেছেন, ভোটের আগে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বাইকগুলো আনা হয়েছে।
বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, “আজ মোটরসাইকেল এলো। কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে। বিহারের ভোট শেষ হতেই বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য এই বাইকগুলি আনা হয়েছে। বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখলের এভাবেই পরিকল্পনা করা হচ্ছে।”
জানা গেছে, পাটনার রাজেন্দ্রনগর থেকে পঞ্চান্নটি মোটরসাইকেল বিজেপির বর্ধমান বিভাগ ইনচার্জ সুনীল গুপ্তার নামে পার্সেল করা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ বলেন, “তৃণমূলের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাইকগুলো আমাদের সম্পত্তি। বেতনভুক কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য পাঠানো হয়েছে। বর্ধমান থেকে তা অন্যান্য জেলায় কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হবে।”
বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় প্রশ্ন তুলেছেন, “কিভাবে রেজিস্টার মেন্টেন না করে রেলপথে একসাথে এতগুলো বাইক পাঠানো সম্ভব হলো?” এই ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে এবং নির্বাচনী প্রেক্ষাপটে বিতর্ককে তীব্র করেছে।




















