পূর্ব মেদিনীপুর – পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন স্কুলের মালিক মেহবুব মল্লিক, যিনি তৃণমূলের নেতা। ভগবানপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলার পর বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
ঘটনার জেরে ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে।
অভিযোগ অনুযায়ী, শনিবার ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গান গাইতে যান লগ্নজিতা চক্রবর্তী। ‘জাগো মা’ গানটি শেষ হওয়ার পর তিনি অষ্টম গান শুরু করতে যাওয়ার মুহূর্তে মেহবুব মল্লিক মঞ্চে এসে আপত্তিকর মন্তব্য করেন। শিল্পীর অভিযোগ, অভিযুক্ত চিৎকার করে বলেন, “অনেক ‘জাগো মা’ হয়েছে, এবার একটু সেকুলার গান গা,” এবং তুই-তোকারিও করেন। এছাড়াও মারধরের চেষ্টারও অভিযোগ করেছেন তিনি।
লগ্নজিতা চক্রবর্তী ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মেহবুব মল্লিক ওই বেসরকারি স্কুলের মালিক হলেও, তাঁর পরিবারের দাবি, বিষয়টি আদতে পারিশ্রমিক সংক্রান্ত। মল্লিকের ভাই মাসুদ মল্লিক জানিয়েছেন, নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু না হওয়ার কারণে শিল্পী অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছিলেন, যা মেনে নেওয়া হয়নি। এছাড়া অন্য কোনও ‘সেকুলার গান’ গাইতে বলা হয়নি বলে দাবি করেন তাঁরা।
ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে এবং বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। এদিকে পুলিশ হেফাজতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পুরো প্রেক্ষাপট বোঝার চেষ্টা করছে।




















