প্রবীণ নাগরিকদের স্বস্তি, এবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবন থেকেই মিলবে ডোমিসাইল সার্টিফিকেট

প্রবীণ নাগরিকদের স্বস্তি, এবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবন থেকেই মিলবে ডোমিসাইল সার্টিফিকেট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – এসআইআর আবহে কলকাতার প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এবার থেকে টাউন হলে না গিয়ে কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবন থেকেই ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন নাগরিকরা। সোমবার মেয়র পারিষদ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মেয়র ফিরহাদ হাকিম।
এতদিন কলকাতার ১৪৪টি ওয়ার্ডের নাগরিকদের ডোমিসাইল সার্টিফিকেট পেতে টাউন হলে যেতে হত। মেয়র জানান, শহরের বহু প্রবীণ নাগরিক এখনও ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতে পারেননি। তাঁদের আর ভোগান্তিতে পড়তে হবে না। কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবন থেকেই আগের মতো একই পদ্ধতিতে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে।
বর্তমানে কলকাতায় বসবাসকারী বহু নাগরিক, যাঁদের কাছে প্রামাণ্য নথির ঘাটতি রয়েছে, তাঁরা এসআইআর আবহে উদ্বেগে রয়েছেন। পুরসভা সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনীয় নথি সংগ্রহ করে আইএএস অথবা গেজেটেড অফিসারের স্বাক্ষর-সহ আবেদনপত্র পুরসভার হেল্প ডেস্ক বা স্বাস্থ্য বিভাগের নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে।
মেয়র আরও জানান, বর্তমানে পুরসভার ২০টি কাউন্টারে বার্থ ও ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রতিটি আবেদনপত্র প্রথমে খুঁটিয়ে যাচাই করা হচ্ছে এবং পুরসভার রেকর্ড রুমের তথ্যের সঙ্গে নথি মিলিয়ে তবেই বার্থ বা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে।
এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। শুধু কেন্দ্রীয় ভবন নয়, প্রতিটি বরো অফিসে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমেও নাগরিক পরিষেবা আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে ডোমিসাইল সার্টিফিকেট যাতে বরো অফিস থেকেই দেওয়া যায়, সে দিকেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে, বার্থ সার্টিফিকেট ইতিমধ্যেই অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে কোনও মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট সংক্রান্ত নথি যদি পুরসভার কাছে থাকে, তাহলে প্রয়োজন অনুযায়ী হাতে লেখা ডেথ সার্টিফিকেট বরো অফিস থেকেই দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। এর ফলে নাগরিকদের আর সময় ব্যয় করে কেন্দ্রীয় ভবনে আসতে হবে না। বাড়ির কাছের বরো অফিস থেকেই কয়েক দিনের মধ্যেই প্রয়োজনীয় সার্টিফিকেট পেয়ে যাবেন তাঁরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top