উত্তরবঙ্গ – দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা এবং বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের প্রতিবাদে শিলিগুড়িতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। রবিবার রাত থেকেই শুরু হওয়া এই প্রতিবাদ সোমবার আরও তীব্র আকার নেয়। বিক্ষোভের জেরে শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বিক্ষোভকারীরা বিধান রোড থেকে মিছিল করে সেবক রোডে পৌঁছে ভিসা আবেদন কেন্দ্র ঘেরাও করেন। আন্দোলনকারীদের অভিযোগ, সেই সময় ভিসা কেন্দ্রের বাইরে থাকা বোর্ড ভাঙচুর করা হয় এবং ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। এমনকি ভিসা কেন্দ্রের গেট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় বলেও দাবি ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। এই মৃত্যুর পরই বাংলাদেশজুড়ে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে। সেই হিংসার শিকার হন দীপু নামে এক সংখ্যালঘু হিন্দু যুবক। ময়মনসিংহের মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা দীপু গত দু’বছর ধরে ভালুকার একটি কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ একদল বিক্ষোভকারী কারখানায় ঢুকে তাঁকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপর দীপুকে নির্মমভাবে গণপিটুনি দেওয়া হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর দেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে গাছে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয়।
এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে পথে নামে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। আন্দোলনকারীরা দাবি জানান, বাংলাদেশিদের জন্য ভারতে সমস্ত ধরনের চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধা অবিলম্বে বন্ধ করতে হবে। সোমবার ফের সেই দাবিতেই পথে নামেন মঞ্চের কর্মী ও সমর্থকেরা। তাঁদের হুঁশিয়ারি, অবিলম্বে বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিশ্ব হিন্দু পরিষদের দার্জিলিং জেলার সভাপতি লক্ষ্মণ বনসল বলেন, “বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। একজন অসহায় হিন্দু যুবককে নৃশংসভাবে গণপিটুনি দিয়ে জীবন্ত জ্বালিয়ে মারা হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে।”
উল্লেখযোগ্যভাবে, সোমবারই নয়াদিল্লিতে বাংলাদেশের ভিসা পরিষেবা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। শিলিগুড়ির ঘটনার পর এই ইস্যু নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনায় এসেছে।




















