তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, চঞ্চল খাঁড়ার পদ বাতিলের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, চঞ্চল খাঁড়ার পদ বাতিলের নির্দেশ হাইকোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। বর্তমান চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করে তাঁর পদ বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, যে প্রক্রিয়ার মাধ্যমে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন, তাতে প্রয়োজনীয় আইনি বিধি মানা হয়নি।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় একাধিক ত্রুটি ছিল এবং তা গণতান্ত্রিক ও আইনসম্মত নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেই কারণে বর্তমান চেয়ারম্যানের নির্বাচন খারিজ করা ছাড়া অন্য কোনও পথ নেই বলে মন্তব্য করেন বিচারপতি। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে নতুন করে চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে কয়েকজন কাউন্সিলর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, নির্বাচনের সময় নির্ধারিত নিয়মাবলী ও স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। সেই মামলার শুনানিতেই আদালত এই কড়া অবস্থান নেয়।
হাইকোর্টের এই রায়কে কেন্দ্র করে তাম্রলিপ্ত পুরসভার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগামী দিনে নতুন করে চেয়ারম্যান নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top