বিনোদন – লগ্নজিতা চক্রবর্তীকে মঞ্চে হেনস্তার ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন সংগীতশিল্পী পল্লব কীর্তনীয়া। সেই প্রতিবাদের রেশ কাটতে না কাটতেই এবার তাঁরই গানের অনুষ্ঠান বাতিল করল পূর্ব বর্ধমানের ভাতারের একটি বইমেলা কমিটি। বিষয়টিকে ‘কণ্ঠরোধ’ বলে অভিযোগ করেছেন শিল্পী নিজেই। সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে অনুষ্ঠানের বাতিল হওয়ার কথা প্রকাশ্যে আনেন পল্লব কীর্তনীয়া।
পল্লব তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন, ভাতারের একটি বইমেলায় শিল্পী হিসেবে তাঁকে আগেই নির্বাচিত করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর ঠিক আগের মুহূর্তে হঠাৎ করেই তা বাতিল করা হয়। কেন অনুষ্ঠান বাতিল করা হল, তা নিয়ে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি বলেও অভিযোগ তাঁর। এই পোস্ট ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক।
উল্লেখ্য, ভাতার মাধব পাবলিক হাইস্কুল মাঠে বুধবার থেকে শুরু হচ্ছে সাতদিনব্যাপী বইমেলা। পল্লব কীর্তনীয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর মঙ্গলবার বইমেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ডাকা হয়। সেখানে বইমেলা ও উৎসব কমিটির যুগ্ম সম্পাদক মধুসূদন কোঁয়ার জানান, পল্লব কীর্তনীয়াকে অনুষ্ঠানে আনার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে শেষ মুহূর্তে আর্থিক সমস্যার কারণে তাঁকে আনা সম্ভব হচ্ছে না। এই সিদ্ধান্তের জন্য কমিটির পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়।
এই বিতর্কের সূত্রপাত মূলত লগ্নজিতা চক্রবর্তীকে ঘিরে হওয়া একটি ঘটনার পর। শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে লগ্নজিতার একটি গানের অনুষ্ঠান ছিল। অভিযোগ, কয়েকটি গান গাওয়ার পর তিনি দেবী চৌধুরানী ছবির ‘জাগো মা’ গানটি গাওয়া শুরু করলে আপত্তি জানান স্কুলের অন্যতম মালিক মেহবুব মালিক। তাঁর দাবি ছিল, ধর্মনিরপেক্ষ গান গাইতে হবে।
অভিযোগ আরও, সেই সময় মেহবুব মালিক মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে মারধর করার চেষ্টা করেন। ভরা মঞ্চেই গায়িকাকে হেনস্তা করা হয় বলে দাবি। ঘটনার পর লগ্নজিতার পক্ষ থেকে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অনুষ্ঠানের আয়োজক স্বার্থক ভট্টাচার্য জানান, ৬-৭টি গান গাওয়ার পর ‘জাগো মা’ গানটি গাইতেই এই অশান্তির সূত্রপাত হয়।
লগ্নজিতার এই ঘটনার প্রতিবাদে পল্লব কীর্তনীয়ার প্রকাশ্য অবস্থান নেওয়ার পরই তাঁর অনুষ্ঠান বাতিল হওয়ায় রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে প্রশ্ন উঠছে, মতপ্রকাশের স্বাধীনতার কারণেই কি এই সিদ্ধান্ত নেওয়া হল? যদিও বইমেলা কমিটি আর্থিক কারণের কথা বললেও, বিতর্ক এখনও থামেনি।




















