ভাইরাল – রাজস্থানে একটি স্কুলবাসের ভয়াবহ দৃশ্য সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে। বাসের ভিতরে বসার জায়গা না থাকায় ভিড় উপচে পড়েছে। তবুও সময়মতো স্কুল পৌঁছাতে দ্রুত যাত্রা চালাতে পড়ুয়ারা ভিড়ের মধ্যেই চেপে পড়েছে। কেউ বাসের সিঁড়ি ধরে ঝুলে আছেন, আবার কেউ বাসের ছাদে উঠে বসেছেন। স্কুলযাত্রার এই বিপজ্জনক অবস্থা ভিডিয়োতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
ভিডিয়োটি ‘বার্মারআপডেট’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যায়, পড়ুয়ারা ঝুলে ঝুলে বাসে চেপে স্কুলে যাচ্ছেন। দু’-তিনজন সিঁড়ি ধরে ঝুলছেন, অন্যরা ছাদে উঠে বসেছেন। ঘটনাটি রাজস্থানে সংঘটিত হয়েছে। পথচারী এক ব্যক্তি এই দৃশ্য চোখে দেখে ভিডিয়ো করে সমাজমাধ্যমে আপলোড করেন।
ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে মন্তব্য করেছেন, এমনভাবে যাত্রা করা একেবারে বিপজ্জনক, যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের বক্তব্য, স্কুলবাসের সংখ্যা কম এবং বেসরকারি বাসগুলিতে প্রয়োজনের চেয়ে বেশি যাত্রী উঠিয়ে নেওয়া হয়। যাত্রীরাও তাড়াহুড়ো করার কারণে এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন।




















