জঙ্গল, পাহাড় ও নদীর টানে পর্যটকের ঢল, শীতে রেকর্ড ভিড়ে জমজমাট অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম

জঙ্গল, পাহাড় ও নদীর টানে পর্যটকের ঢল, শীতে রেকর্ড ভিড়ে জমজমাট অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ঝাড়গ্রাম – শীতের মরশুমে অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম যেন পর্যটকদের নতুন করে ডাক দিচ্ছে। বর্ষশেষের ছুটির আমেজে শীতের হাতছানিতে রাজ্য ও ভিনরাজ্য থেকে ভ্রমণপিপাসুদের ঢলে উপচে পড়ছে জঙ্গলমহল এলাকা। প্রাকৃতিক সৌন্দর্য, জঙ্গলঘেরা নির্জনতা, নদী–ঝর্ণা ও পাহাড়ি পরিবেশে মুগ্ধ হয়ে ঝাড়গ্রামকে বেছে নিচ্ছেন বহু মানুষ।

শীত পড়তেই পর্যটকদের ভিড় বেড়েছে ঝাড়গ্রাম জেলার প্রায় সব পর্যটন কেন্দ্রে। বর্ষশেষের সময়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগে থেকে বুকিং না করলে হোটেল, লজ কিংবা হোমস্টেতে রাত কাটানোর জায়গা পাওয়া কার্যত অসম্ভব। জেলার প্রায় সব আবাসনই এখন হাউসফুল। হোটেল ও হোমস্টে মালিকদের দাবি, প্রতিদিনই দূর-দূরান্ত থেকে বুকিংয়ের জন্য ফোন আসছে, কিন্তু অতিরিক্ত চাপের কারণে অনেককেই ফিরিয়ে দিতে হচ্ছে।

শীতের সকালে শাল–পিয়াশাল–কেন্দুর জঙ্গলে আলো-আঁধারের অপূর্ব খেলা পর্যটকদের মন কেড়ে নিচ্ছে। সেই প্রাকৃতিক মায়ায় আট থেকে আশি—সব বয়সের মানুষই মজে উঠছেন। জেলার ডাঙা, ডহর ও ডুংরিতে ছড়িয়ে থাকা ঐতিহাসিক, প্রাকৃতিক, ধর্মীয় ও নৈস্বর্গিক নিদর্শন এক মুহূর্তেই পর্যটকদের আকর্ষণ করছে।

ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে প্রতিদিন সকাল থেকেই চোখে পড়ছে পর্যটকদের লম্বা লাইন। একই চিত্র গোপীবল্লভপুরের ঝিল্লি পাখিরালয়েও। জলাশয়ের ধারে পরিযায়ী পাখির কলতান ও চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। সব মিলিয়ে শীতের মরশুমে ঝাড়গ্রাম এখন পর্যটনের অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top