খেলা – বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত কামব্যাক করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি—দু’জনেই। কিন্তু দ্বিতীয় ম্যাচেই তাঁদের পারফরম্যান্সে দেখা গেল আকাশ-পাতাল তফাত। শুক্রবার দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই আউট হয়ে গেলেন রোহিত শর্মা। অন্যদিকে ব্যাট হাতে দুরন্ত ফর্ম বজায় রাখলেন বিরাট কোহলি, যাঁর ব্যাট থেকে এল ঝকঝকে ৭৭ রান।
শুক্রবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে রাজস্থানের সোয়াই মানসিং স্টেডিয়ামে খেলতে নামে মুম্বই। সকাল থেকেই মাঠে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা, হিটম্যানকে একঝলক দেখতে। সেই উন্মাদনার ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। টস জিতে উত্তরাখণ্ড মুম্বইকে ব্যাট করতে পাঠায়। ওপেন করতে নেমে প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন রোহিত। গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে, হতাশ হন ভক্তরাও।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের সোনালি ফর্ম ঘরোয়া ক্রিকেটেও ধরে রেখেছেন বিরাট কোহলি। বিজয় হাজারেতে প্রত্যাবর্তনের ম্যাচে ১৩১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি না পেলেও ব্যাটিংয়ে ছিল সম্পূর্ণ আধিপত্য। প্রথম ১০ বলেই দুটি চার ও একটি ছক্কা হাঁকান কোহলি। মাত্র ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। গুজরাটের বিরুদ্ধে শেষ পর্যন্ত ৬১ বলে ৭৭ রান করে থামতে হয় তাঁকে। দলের অন্য ব্যাটাররা যখন রান তুলতে লড়াই করছিলেন, তখন একাই লড়াই চালিয়ে যান কিং কোহলি।
উল্লেখ্য, বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। ওয়ানডে দলে জায়গা ধরে রাখতে ফর্ম ও ফিটনেস—দু’টিই প্রমাণ করার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বোর্ড। সেই নির্দেশ মেনেই বিজয় হাজারে ট্রফিতে খেলছেন রোহিত ও বিরাট। যদিও ভারতের ঘরোয়া ক্রিকেটের বর্তমান মান ও নিচের সারির দলের বিরুদ্ধে দুই মহাতারকার খেলা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছেই। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের আগে এই ম্যাচগুলি যে রোহিত-কোহলির জন্য আদর্শ প্রস্তুতির মঞ্চ, তা বলাই বাহুল্য।




















