বিনোদন – ২০২৫ সাল শেষের পথে। এই বছর সুখ-দুঃখ মিলিয়ে অনেক কিছু শিখিয়েছে। বলিউড হারিয়েছে একাধিক কিংবদন্তিকে, দেশ দেখেছে একের পর এক বড় দুর্ঘটনা। তবে এই বছরের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়—বলিউডের তিন খানই পা দিলেন ষাটে। বছরের শুরুতে ৬০ বছরে প্রবেশ করেন আমির খান, ২ নভেম্বর ষাটে পা দেন শাহরুখ খান এবং ২৭ ডিসেম্বর ষাট বছরে পদার্পণ করলেন সলমান খান।
৬০তম জন্মদিনকে একেবারে নিজের স্টাইলেই উদযাপন করলেন ভাইজান। বুধবার মধ্যরাতে পানভেলের ফার্মহাউসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশন করেন সলমান। শুধু তাই নয়, ফার্মহাউসের বাইরে জমায়েত হওয়া মিডিয়া ও পাপারাজ্জিদের সঙ্গেও কেক কাটেন তিনি। ক্যামেরার সামনে হাসিমুখে ছবি তুলে সকলকে আনন্দ দেন অভিনেতা।
জন্মদিনের রাতে সলমান পরেছিলেন সাধারণ কালো টি-শার্ট ও নীল ডেনিম জিন্স। পাপারাজ্জিদের আনা বড় সাদা কেক কেটে তাঁদের আপ্লুত করেন। চারপাশে কড়া নিরাপত্তা থাকলেও সলমান ছিলেন একেবারে স্বচ্ছন্দ মেজাজে। কেক কাটার পর আবেগঘন মুহূর্তে এক সিনিয়র সাংবাদিকের কপালে স্নেহের চুম্বন এঁকে দেন এবং তাঁকে আলিঙ্গন করেন। ওই সাংবাদিক সলমানের ঘনিষ্ঠ বন্ধু বলেই জানা গেছে।
পানভেলের ফার্মহাউসে সলমানের ব্যক্তিগত জন্মদিনের পার্টি ছিল একেবারে তারকাখচিত। উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত, তব্বু, জেনেলিয়া দেশমুখ, রণদীপ হুদা, আদিত্য রায় কাপুর, রাকুল প্রীত সিং, হুমা কুরেশি, মহেশ মাঞ্জরেকর, মনীশ পল এবং মিকা সিং। সলমানের প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানিও পার্টিতে উপস্থিত ছিলেন।
তবে সবথেকে বেশি নজর কেড়েছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির উপস্থিতি। ধোনি তাঁর স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়ে সলমানের জন্মদিনে হাজির হন। তাঁদের একসঙ্গে উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে। সলমান ও ধোনির একাধিক ছবি ইতিমধ্যেই ভাইরাল।
ধোনির আগমনে জন্মদিনের অনুষ্ঠানে যেন ক্রীড়াজগতের ছোঁয়া যোগ হয়। দু’জনেই একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ্যে তুলে ধরেন। উল্লেখ্য, সলমান খানকে সম্প্রতি আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব শো ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে।




















