বিহার – বিহারে আবারও রেল দুর্ঘটনা ঘটেছে। স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়ে পড়ে একটি সিমেন্ট বোঝাই মালগাড়ি। রবিবার সকাল থেকেই দুর্ঘটনাস্থলে হইচই পড়ে গেছে। ১৯টি বগি লাইনচ্যুত হয়ে বিকট শব্দ তৈরি করে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর নেই; চালক এবং গার্ড অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
শনিবার মাঝরাতে হাওড়া-পাটনা-দিল্লি মেন লাইনের সিমুলতলা স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। আসানসোল থেকে সীতামারহি যাওয়া মালগাড়ি স্টেশনে ঢোকার সময় বাড়ুয়া নদীর সেতুর ওপর লাইনচ্যুত হয়। সেতুর নিচে কয়েকটি বগি পড়ে যায়, আর ইঞ্জিন প্রায় ৪০০ মিটার এগিয়ে তেলওয়া বাজার হল্টের কাছে থামে। এই দুর্ঘটনার জেরে চারপাশে সিমেন্টের গুঁড়ো ছড়িয়ে পড়ে, স্থানীয় এলাকায় ধুলো ঢেকে দেয়।
স্থানীয় বাসিন্দারা রাতেই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং রেলের দফতরে তথ্য দেন। রেল পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয় এবং তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত প্রায় দুই ডজন এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে, যার ফলে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।




















