বিনোদন – ক্রিশ্চিয়ানো রোনাল্ডো—ফুটবলের মাঠের এক অপ্রতিদ্বন্দ্বী নাম। বয়স বাড়লেও গোল করার তৃষ্ণা প্রতিনিয়ত তাঁকে এগিয়ে নিয়ে যায়। এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পরও রোনাল্ডো মাঠে ফিরেই ছাপ রেখেছেন। সৌদি প্রো লিগে আল আখদৌদের বিপক্ষে আল নাসের ৩-০ গোলে জয় পায়, এবং এই ম্যাচে দুটি গোল আসে রোনাল্ডোর থেকেই। জোড়া গোল করে ম্যাচের নায়ক হন পর্তুগিজ ফরোয়ার্ড।
৬৬ মিনিটে রোনাল্ডো হ্যাটট্রিক পূর্ণ করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। না হলে তিনি ইংল্যান্ডের কিংবদন্তি রনি রুকের ৬৫ বছরের রেকর্ডও ভাঙতে পারতেন। তবে ইতিমধ্যেই দীর্ঘদিনের ঐতিহাসিক রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি।
তিরিশের পর ফুটবলারদের পারফরম্যান্সে ভাটা দেখা যায়, কিন্তু ৪০ বছর বয়সেও রোনাল্ডো আগ্রাসী। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ৩০তম জন্মদিনের আগে তিনি খেলেছিলেন ৭১৮টি ম্যাচ, ঝুলিতে ছিল ৪৬৩টি গোল। ৩০ পেরিয়ে আরও ৪৯৩টি গোল করেছেন তিনি। এর মাধ্যমে রনি রুকের রেকর্ড স্পর্শ করেছেন, যা ৬৫ বছর ধরে এককভাবে রইেছিল। এছাড়া রোমারিও হোসেফ বিকানের মতো খেলোয়াড়রাও ৩০ পেরিয়ে ৪০০-এর বেশি গোল করেছেন।
এবার প্রশ্ন উঠছে—রনি রুকের রেকর্ড কি পুরোপুরি রোনাল্ডোর হাতে চলে যাবে? আগামী মঙ্গলবার আল ইত্তেফাকের বিরুদ্ধে বছর শেষের ম্যাচে নামার সঙ্গে রোনাল্ডোর লড়াই হবে এই রেকর্ড এককভাবে দখল করার জন্য।




















