পূর্ব মেদিনীপুর – বছরের শেষ দিনে পর্যটকদের ঢলে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে সৈকতশহর দীঘা। বড়দিন থেকেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছিল, আর বছরের শেষ দু’দিনে তা চরমে পৌঁছেছে। সমুদ্রের গর্জনের সঙ্গে মিলেমিশে গেছে উৎসবের আমেজ, আনন্দে মেতে উঠেছেন হাজার হাজার পর্যটক।
পর্যটকদের বিনোদন আরও বাড়াতে ৩০ ডিসেম্বর থেকে ওল্ড দীঘার সৈকতাবাস প্রাঙ্গণে শুরু হয়েছে দু’দিনব্যাপী জমজমাট ‘বিচ ফেস্টিভ্যাল’। গান, আলো ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। তবে সব আকর্ষণকে ছাপিয়ে আজ, ৩১ ডিসেম্বর মাঝরাতের বর্ষবিদায় ও বর্ষবরণই নজর কেড়েছে সবার।
নতুন বছরকে স্বাগত জানাতে ঠিক রাত ১২টায় থাকছে বিশেষ আতশবাজির প্রদর্শনী। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এই মায়াবী মুহূর্তের সাক্ষী হতে মুখিয়ে রয়েছেন অগণিত পর্যটক। রঙিন আলোয় আকাশ ভরে উঠলে দীঘার রাত যে আরও স্মরণীয় হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দীঘা, মন্দারমণি, তাজপুর ও শংকরপুর এলাকা। বর্ষবরণের রাতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী।
পর্যটকদের সুরক্ষায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর (7047989800)। বেড়াতে এসে কেউ কোনও সমস্যায় পড়লে বা অভিযোগ জানাতে চাইলে সরাসরি এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে এবং পর্যটকদের মধ্যে লিফলেটও বিলি করা হচ্ছে।




















