রাজ্য – রাজ্যের প্রশাসনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। স্বরাষ্ট্র সচিব পদে থাকা নন্দিনী চক্রবর্তীকেই এখন রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি রাজ্যপালের প্রেস সচিব থাকাকালীন বিতর্কে জড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী, নন্দিনীকে মুখ্যসচিব পদে আনা হয়েছে, যেখানে তিনি রাজ্যের প্রশাসনের শীর্ষ দফতরের দায়িত্ব সামলাবেন।
এর আগে রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন মনোজ পন্থ। ৩১ ডিসেম্বর অর্থাৎ বুধবার তাঁর মেয়াদ শেষ হয়েছে। তিনি ৬ মাসের এক্সটেনশনে ছিলেন এবং এর আগে ৩০ জুন পর্যন্ত পদে থাকার কথা ছিল। মুখ্যসচিবের মেয়াদ শেষ হলেও প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মনোজ পন্থের। এবার তিনি কাজ করবেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে, যা মুখ্যসচিবের সম পদমর্যাদা রয়েছে।
মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগের আগে বরুণ রায়, অত্রি ভট্টাচার্য এবং প্রভাত মিশ্রের মতো প্রশাসনিক কর্মকর্তারাও এই দৌড়ে ছিলেন। শেষ পর্যন্ত নন্দিনী চক্রবর্তীর নাম চূড়ান্ত করা হয়েছে। ১৯৯৪ সালের ব্যাচের আইএএস নন্দিনী রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। তিনি একাধিক বিতর্কেও জড়িয়েছেন। সাম্প্রতিক অতীতে রাজ্যপালের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকেই সরানোর প্রক্রিয়ায় রাজভবন ও নবান্নের মধ্যে চাপানউতোরের পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে তাঁকে পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়।
পর্যটন দপ্তর থেকে ২০২৩ সালের ডিসেম্বরে তিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পান। এখন তিনি মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেবেন। নন্দিনী চক্রবর্তীর স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব গ্রহণের ফলে তাঁর জায়গায় স্বরাষ্ট্র সচিব পদে নিয়োগ পেয়েছেন জগদীশ প্রসাদ মীনা। পর্যটন দপ্তরের দায়িত্ব পেয়েছেন বরুণ রায়।
রাজ্যের প্রশাসনের শীর্ষে এবার দুই মহিলার নেতৃত্ব দেখা যাচ্ছে – মহিলা মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যসচিবের সমন্বয়ে প্রশাসনের নতুন অধ্যায় শুরু হলো।




















