খেলা- আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনের কথা মাথায় রেখেই দলে স্পিন আক্রমণ আরও শক্তিশালী করেছে অজি শিবির। ঘোষিত দলে খুব বড় কোনও চমক নেই, তবে চোটে থাকা তিন ক্রিকেটারকেও রাখা হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে।
দলে রয়েছেন অভিজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর সঙ্গে দু’জন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও কুপার কনোলিকেও সুযোগ দেওয়া হয়েছে। উপমহাদেশের পিচে স্পিন যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই পরিকল্পনাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
অ্যাশেজ সিরিজে প্রথম দু’টি টেস্টে খেলতে না পারলেও তৃতীয় টেস্টে ফিরে এসে সিরিজ জিতিয়েছিলেন প্যাট কামিন্স। যদিও শেষ দুই টেস্টে তাঁকে দেখা যাবে না। তা সত্ত্বেও টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে কামিন্সকে রাখা হয়েছে। চলতি মাসের শেষে তাঁর পিঠের স্ক্যান করা হবে বলে জানা গিয়েছে।
গত বছর ভারতের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন জশ হেজলউড। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরির কারণে তিনি পুরো অ্যাশেজ সিরিজ মিস করেছেন এবং এখনও সুস্থ হয়ে উঠছেন। তবে বিশ্বকাপ শুরুর আগে তিনি ফিট হয়ে উঠবেন বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। একইভাবে চোটে থাকা টিম ডেভিডকেও দলে রাখা হয়েছে। ফিটনেসে ছাড়পত্র পাওয়ার পরেই তাঁদের খেলার সবুজ সংকেত মিলবে বলে জানানো হয়েছে।
চলতি বছর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ৮ মার্চ পর্যন্ত। ২০২১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য মিচেল মার্শই এবার অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন।
ভারত ও শ্রীলঙ্কার পরিবেশে স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখেই স্কোয়াড গঠন করা হয়েছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সেই কারণেই অলরাউন্ডার কুপার কনোলিকে দলে নেওয়া হয়েছে, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর স্পিন বোলিংও করতে পারেন।
অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াডে রয়েছেন মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেথান এলিস, জশ হেজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস এবং অ্যাডাম জাম্পা।




















