নতুন বছরের দ্বিতীয় দিনেই বারুইপুরে অভিষেকের জনসভা, ব্রিগেডের আদলে বিশেষ র‍্যাম্প মঞ্চ

নতুন বছরের দ্বিতীয় দিনেই বারুইপুরে অভিষেকের জনসভা, ব্রিগেডের আদলে বিশেষ র‍্যাম্প মঞ্চ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – নতুন বছরের দ্বিতীয় দিনেই বারুইপুরে জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে ব্রিগেডের আদলে বারুইপুরের সভাতেও বিশেষ র‍্যাম্প বা ক্রস মঞ্চ তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, এই জনসভায় ২ লক্ষেরও বেশি মানুষের সমাগম হতে পারে। সেই অনুমান মাথায় রেখেই সভাস্থল ও মঞ্চের প্রস্তুতি চলছে জোরকদমে।
আগামী ২ জানুয়ারি বারুইপুরের ফুলতলা সাগর সংঘ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা এবং সুন্দরবন সাংগঠনিক জেলা নিয়ে এই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরাবরই তাঁর সভায় বিপুল ভিড় হয় এবং প্রিয় নেতাকে এক ঝলক দেখতে কর্মী-সমর্থকদের উন্মাদনা থাকে তুঙ্গে। তৃণমূল শিবিরের ধারণা, এবারের সভাতেও তার ব্যতিক্রম হবে না।
এই কারণেই অভিষেকের সভামঞ্চ বিশেষভাবে তৈরি করা হচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এটি কোনও সাধারণ মঞ্চ হবে না। ২০২৪ সালে ব্রিগেডের মেগা সমাবেশে যেভাবে উন্মুক্ত ক্রস র‍্যাম্প তৈরি করা হয়েছিল, বারুইপুরেও সেভাবেই মঞ্চ গড়ে তোলা হচ্ছে। এই র‍্যাম্প মঞ্চ থেকে সরাসরি আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
সভায় মূলত সংলগ্ন বিধানসভা এলাকাগুলি এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দলীয় সূত্র আরও জানিয়েছে, জানুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যে জনসভা করবেন, প্রায় সব ক্ষেত্রেই এই ধরনের ক্রস বা র‍্যাম্প মঞ্চ তৈরির পরিকল্পনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top